প্রতিনিধি রাউজান
চট্টগ্রামের হাটহাজারীতে ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে গিয়ে জনতার বাঁধার মুখে পড়ে পুলিশ | ছবি: ভিডিও থেকে নেওয়া |
চট্টগ্রামের হাটহাজারীতে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে জনতার বাধার মুখে পড়েছে পুলিশ। যেখানে স্থানীয় লোকজন পুলিশের ওপর চড়াও হলে দুই পুলিশ সদস্য আহত হন। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার ধলই ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, এদিন ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কার্যালয়ে উপস্থিত ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যাসহ হাটহাজারী ও রাউজান থানায় চারটি মামলা রয়েছে। বিকেলে তাঁকে গ্রেপ্তার করতে যায় জেলা গোয়েন্দা ও থানা-পুলিশ। তবে এ সময় স্থানীয় লোকজন বাধা দেন।
একপর্যায়ে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাজিদুল আলমের ওপর চড়াও হন তাঁরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তাঁরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে সাজিদুল আলমসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হন। পরে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মুহাম্মদ রাসেল বলেন, ওই চেয়ারম্যানকে গ্রেপ্তারে স্থানীয় বাসিন্দার বাধার মুখে পড়লেও গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ সময় সংঘর্ষে ডিবি পুলিশের এক এসআইসহ দুই পুলিশ সদস্য আহত হন। আগামীকাল বৃহস্পতিবার ওই চেয়ারম্যানকে আইনগতভাবে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।