প্রতিনিধি সিলেট

ভাঙচুর হওয়া শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। বুধবার রাতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন

সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ভাঙচুর হওয়া ম্যুরালটি এবার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। বুধবার রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছিল।

এর আগে রাত সাড়ে নয়টার দিকে নগরের কিনব্রিজ এলাকা থেকে সিলেট সিটি করপোরেশনের একটি বুলডোজার (হুইল এক্সকাভেটর) নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। পরে তাঁরা ম্যুরালটি গুঁড়িয়ে দেওয়া শুরু করেন।

এদিকে রাত সাড়ে আটটার দিকে নগরের বন্দরবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন। ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ অঙ্গসংগঠন কর্তৃক ঘোষিত কর্মসূচির প্রতিবাদ এবং সকল গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে’ এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে শেখ হাসিনা, আওয়ামী লীগ ও তাদের অঙ্গ–সহযোগী সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়। মিছিলটি পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ম্যুরাল গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে অবহিত নন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘বিষয়টি এখনই খোঁজ নিয়ে দেখব।’

এদিকে রাত সাড়ে ১০টার দিকে যোগাযোগ করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ম্যুরালটি গুঁড়িয়ে দিচ্ছে। এটি গুঁড়িয়ে দেওয়ার কাজ শেষে তাঁরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যাবেন এবং সেখানে থাকা স্থাপনাটিও (শেখ হাসিনা সরকারের পতনের পর শাবিপ্রবিতে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভাঙচুর করা হয়েছিল) গুঁড়িয়ে দেবেন।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতের কোনো এক সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়। তবে ওই সময় কে বা কারা এ ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে, তা স্থানীয় প্রশাসন নিশ্চিত করতে পারেনি।