প্রতিনিধি চট্টগ্রাম

জামালখান এলাকায় শেখ মুজিবর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়। আজ রাত আটটার দিকে | ছবি: ভিডিও থেকে নেওয়া

নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বুধবার রাতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে চট্টগ্রামে মশালমিছিল ও বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। পরে তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ ও নগরের জামাল খান এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেন।

রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়ে দেখা যায়, পুরোনো একাডেমিক ভবনের সামনে একটু ম্যুরাল ভাঙছেন ২০-২৫ জন। তাঁদের কয়েকজনের হাতে হাতুড়ি ছিল। অন্যদের হাতে পাথর। স্থানীয় ভাসমান দোকানিরা জানান, সেখানে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ছিল। সাড়ে ৯টার দিকে ছাত্ররা এসে সেটি ভাঙচুর করেন। এ বিষয়ে বক্তব্য জানতে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

মেডিকেলে ভাঙচুরের পর মশালমিছিলটি নগরের জামাল খান এলাকায় যায়। সেখানে দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালও হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন বিক্ষুব্ধ বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা। এ সময় তাঁরা সাংবাদিকদের বলেন, দেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা দেশের বাইরে থেকে উসকানিমূলক বক্তৃতা দিচ্ছেন। দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। এটির প্রতিবাদে তাঁরা ভাঙচুর করছেন। ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংসের যে ষড়যন্ত্র করছে, তা রুখে দিতে ছাত্র-জনতা এখনো প্রস্তুত আছে। তা হতে দেওয়া হবে না কোনো অবস্থাতেই।