প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ছাত্রদল বিক্ষোভ মিছিল নিয়ে এস খুলে ফেলা ব্যানার পুনরায় টাঙিয়ে দেয়। সোমবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে | ছবি: পদ্মা ট্রিবিউন |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপলক্ষে আসা ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের টাঙানো ব্যানার খুলে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। ব্যানারটি ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় শেখ রাসেল হলের নিচে অবস্থান নিয়ে পুনরায় ব্যানারটি টাঙিয়ে দেন নেতা-কর্মীরা।
ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী জানান, বিশ্ববিদ্যালয়ের ছেলেদের সব কটি হলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষে ব্যানার টাঙানো হয়েছে। শেখ রাসেল হলে ছাত্রদলের টাঙানো ব্যানার ওই হলের শিক্ষার্থী শাকিল আলী ছিঁড়ে ফেলেছেন বলে তাঁরা জানতে পারেন। শাকিল আলী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত যোদ্ধাদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণ ও শহীদ পরিবারের পুনর্বাসনবিষয়ক সেলের সদস্য।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাকিল আলী বলেন, ‘ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়নের পর আমরা হলের সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছি, কোনো রাজনৈতিক দলের কার্যক্রম চলতে দেওয়া হবে না। এ কারণেই আমি ও কয়েকজন শিক্ষার্থী মিলে ছাত্রদলের ব্যানারটি খুলে রেখেছিলাম। যে দলই হোক না কেন, হলের ভেতরে আমরা কোনো রাজনৈতিক কার্যক্রম চলতে দেব না।’
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব রাজনৈতিক দলের সহাবস্থানে বিশ্বাসী। যারা ছাত্রদলের ব্যানার ছিঁড়েছে, তারা গর্হিত কাজ করেছে। এ ব্যাপারে আমরা হল প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জানিয়েছি।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, ‘ব্যানার ছেঁড়ার কাজটি উচিত হয়নি। আমি ছাত্রদল নেতাদের উত্তেজিত না হয়ে হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগের পর আমরা ব্যবস্থা নেব।’