প্রতিনিধি সিরাজগঞ্জ
![]() |
সিরাজগঞ্জে
আন্দোলনের মুখে স্থগিত হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি
বহালের দাবিতে বিক্ষোভ। সোমবার রাত ১০টার দিকে সিরাজগঞ্জ শহরের মুক্তির
সোপান এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
‘পদবঞ্চিত শিক্ষার্থীদের’ আন্দোলনের মুখে স্থগিত হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা কমিটি বহালের দাবিতে বিক্ষোভ হয়েছে। আজ সোমবার দিবাগত রাত ১০টার দিকে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপান ও মুজিব সড়ক এলাকায় এই বিক্ষোভ করেন তাঁরা।
গত শনিবার রাতে আগামী ছয় মাসের জন্য ওই কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। অনুমোদিত ওই কমিটিতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্যসচিব, ইকবাল হোসেনকে মুখ্য সংগঠক ও টি এম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়। এরপর থেকে ওই কমিটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।
জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের একটি অংশ ‘প্রকৃত ত্যাগীদের’ কমিটিতে স্থান না দেওয়ার অভিযোগ তুলে ওই কমিটি বাতিলের দাবি তোলে। দাবি আদায়ে রোববার ও সোমবার বিকেলে ঢাকা–রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভও করেন তাঁরা। একপর্যায়ে সোমবার সন্ধ্যায় ঢাকা–রাজশাহী রেলপথও অবরোধ করেন আন্দোলনকারীরা।
এ অবস্থায় সোমবার রাত আটটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের সই করা এক জরুরি নোটিশের মাধ্যমে সদ্য ঘোষিত ২৮৪ সদস্যবিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়।
এ
স্থগিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে কমিটির তালিকায় থাকা শিক্ষার্থীরা মুক্তির
সোপান এলাকায় জড়ো হতে থাকেন। পরে কমিটি পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেন
তাঁরা। অপর দিকে কমিটি বাতিলের দাবিতে রেল ও মহাসড়ক অবরোধ করা শিক্ষার্থীরা
আন্দোলন প্রত্যাহার করে উল্লাসে মেতে ওঠেন।