প্রতিনিধি নারায়ণগঞ্জ

মামুন হোসাইন | ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে গুলি করে হত্যার ঘটনায় হুডি ও মুখে মাস্ক পরা দুজন জড়িত বলে জানিয়েছে পুলিশ। কিন্তু ২৪ ঘণ্টা পার হলেও তাঁদের গ্রেপ্তার করতে পারেনি। তবে পুলিশ বলছে, গ্রেপ্তারে অভিযান চলছে।

আজ শনিবার দুপুর পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো মামলা করা হয়নি। গতকাল শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পূর্ব লালপুর এলাকায় মামুনকে গুলি করে হত্যা করা হয়।

পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় কালো হুডি পরা দুজন মামুন হোসাইনের বাড়ির দিকে হেঁটে যাচ্ছেন। ঘটনার পর হুডি পরা সেই দুজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।

নিহত মামুনের বড় ভাই আমজাদ হোসেন বলেন, ‘আমার ভাইকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাঁদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

 আরও পড়ুন

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে ‘গুলি’ করে হত্যা

বিস্তারিত পড়ুন

মামুন হত্যার ঘটনায় নিহত মামুনের পরিবার এখনো মামলা করেনি বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম। তিনি বলেন, হুডি ও মুখে মাস্ক পরা দুই যুবকই মামুন হত্যার সঙ্গে জড়িত। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরা স্থানীয় বলে ধারণা করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, হত্যার সঙ্গে জড়িত হুডি পরা দুজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। শিগগিরই ঘাতকদের গ্রেপ্তার করা সম্ভব হবে। অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। ঘাতকদের গ্রেপ্তার করা সম্ভব হলেই হত্যার প্রকৃত কারণ ও এটার সঙ্গে কারা কারা জড়িত, তা বেরিয়ে আসবে।