প্রতিনিধি রংপুর

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুটি হলের নাম পরিবর্তনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপাচার্য অধ্যাপক শওকাত আলী। শনিবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করা হয়েছে। এই হল দুটির নতুন নাম দেওয়া হয়েছে যথাক্রমে ‘বিজয় চব্বিশ হল’ ও ‘শহীদ ফেলানী হল’।

শনিবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেট সভা শেষে সন্ধ্যা সাতটার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শওকাত আলী।

শওকাত আলী সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার পরিবারের নামে যেসব স্থাপনা আছে, সেগুলোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা এসেছিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা পরিবারের নামে দুটি হল ও একটি গবেষণা ইনস্টিটিউট রয়েছে। এর মধ্যে শেখ মুজিবুর রহমান হল ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নামকরণ পরিবর্তন সিন্ডিকেট সভা অনুমোদন করেছে। ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটের নামকরণ পরিবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন।

শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তে বিজয় চব্বিশ ও বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের পরিবর্তে শহীদ ফেলানী হলের নাম আজ থেকে কার্যকর করা হবে বলেও জানান শওকাত আলী। উপাচার্য আরও বলেন, সিন্ডিকেট সভায় আগামী ১৬ জুলাই শহীদ আবু সাঈদ স্মরণে দিনটিকে ছুটি হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। ওই দিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে ওই দিন প্রশাসনিক কাজ চলবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীর বিষয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী আহত শিক্ষার্থীদের বেতন ও উন্নয়ন ফি মওকুফ করা হয়েছে।

এ সময় উপাচার্যের সঙ্গে রেজিস্ট্রার হারুন অর রশিদ, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক তাজুল ইসলাম, ইলিয়াছ প্রামাণিক প্রমুখ উপস্থিত ছিলেন।