প্রতিনিধি জামালপুর

জনসভায় কথা বলেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। শনিবার বিকেলে জামালপুর শহরের ফৌজদারি এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফু্য়াদ বলেছেন, ‘ছয় মাস ধরে সারা দেশে রাজনৈতিক ব্যানারে হাট-ঘাট-মাঠ দখলের যে প্রতিযোগিতা চলছে, জনগণ সেটি চলতে দেবেন না। যদি কেউ মনে করেন যে গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে তরুণদের স্বপ্নকে ব্যর্থ করে দেবে, তা সফল হবে না।’ শনিবার বিকেলে জামালপুর শহরের ফৌজদারি এলাকায় এবি পার্টি আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

জনসভায় সভাপতিত্ব করেন এবি পার্টির জামালপুর জেলার আহ্বায়ক আইনজীবী সানোয়ার হোসেন ও সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক লিপসন মিয়া। সভায় আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘আগামী দিনে যাঁরা ক্ষমতায় ফিরবার স্বপ্ন দেখছেন। তাদের পতিত সরকারের কর্মকাণ্ড থেকে শিক্ষা নেওয়া উচিত। পুরাতন বংশীয় লুটপাট তরুণেরা আর মেনে নেবে না। তাই চরিত্র বদলান, তা না হলে আপনাদের কপালও ৩২ নম্বরের মতো পুড়বে।’

সাম্প্রতিক সময়ের ঘটনা প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, ‘যে আওয়ামী ফ্যাসিবাদকে গণ-অভ্যুত্থানের মাধ্যমে পালাতে বাধ্য করা হয়েছিল, সে আর ফিরবে না। অনলাইনে উসকানি দিয়ে দুনিয়ার কোনো শক্তি অপচেষ্টাকে সফল হতে দেবে না গণতন্ত্রকামী জনগণ। আওয়ামী লীগের দোসর ও পুনর্বাসনকারীদের প্রতিহত করবে জামালপুরবাসী, যেটা আবারও প্রমাণ করে দিয়েছে দেশের তরুণ-যুবকেরা।’

জামালপুরের স্থানীয় প্রশাসনকে উদ্দেশ করে আসাদুজ্জামান ফু্য়াদ বলেন, শহরের ফৌজদারি মোড়ে অবস্থিত বেসরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটি (প্রস্তাবিত নাম ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি) নির্মাণকাজ অবিলম্বে বন্ধ করতে হবে। নদী দখল করে ওই ইউনিভার্সিটি নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া বহু দরিদ্র কৃষকের জমি দখল করা হয়েছে। নদীরক্ষা এবং জমিগুলো উদ্ধার করে, কৃষকদের বুঝিয়ে দিতে হবে। নদী উদ্ধারে জামালপুর এবি পার্টি প্রশাসনকে স্মারকলিপি দেবে। দীর্ঘদিনেও জামালপুর মেডিকেল কলেজের নির্মাণকাজ শেষ হয়নি। দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করতে হবে। জামালপুরে নতুন চাঁদাবাজদের চাঁদাবাজি বন্ধ করে, আইনের আওতায় আনতে হবে।

সভায় উপস্থিত ছিলেন এবি যুব পার্টির সদস্যসচিব হাদিউজ্জামান খোকন, মোমেনশাহী জেলার আহ্বায়ক শাহজাহান মল্লিক, শেরপুর জেলার সদস্যসচিব মুকসিতুর রহমান, এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, জামালপুর পৌরসভার আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্যসচিব মাহমুদুল হাসান বুলবুল, যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান ও যুগ্ম আহ্বায়ক উসমান গণি, জামালপুর এবি যুব পার্টির আহ্ববায়ক শিহাব ইসলাম, সদস্যসচিব আবু সালেহ প্রমুখ। সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বর্ণালী একাডেমি ও অদৃশ্য ব্যান্ড।