বিজ্ঞপ্তি

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ | ছবি: সংগৃহীত

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পদোন্নতি পেয়েছেন মালিক মোহাম্মদ সাঈদ। এর আগে তিনি প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে একই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছিলেন। এই পদোন্নতির মাধ্যমে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড প্রথমবারের মতো পেল প্রধান নির্বাহী কর্মকর্তা।

এফএমসিজি খাতে ২৩ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন মালিক মোহাম্মদ সাঈদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০২ সালে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডে ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে যোগ দেন। নতুন এই পদোন্নতির আগে তিনি প্রধান পরিচালন কর্মকর্তা, হেড অব অপারেশনস, হেড অব মার্কেটিংসহ প্রতিষ্ঠানটির নানা গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

প্রধান পরিচালন কর্মকর্তা থাকাকালে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে মালিক মোহাম্মদ সাঈদের বিচক্ষণতা ও দূরদর্শিতা ব্যাপক ভূমিকা রেখেছে। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন ‘আইবিএ অ্যালামনাই ক্লাব’-এর পরিচালনা পর্ষদের অন্যতম একজন পরিচালক।