বিজ্ঞপ্তি

গ্লো অ্যান্ড লাভলির নতুন ইনোভেশন, ‘ব্রাইটেনিং ফেস সিরাম’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান | ছবি: পদ্মা ট্রিবিউন

ইউনিলিভার বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গ্লো অ্যান্ড বিয়ন্ড বাই গ্লো অ্যান্ড লাভলি’ ইভেন্ট। এই অনুষ্ঠানে গ্লো অ্যান্ড লাভলির নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট ‘ব্রাইটেনিং ফেস সিরাম’-এর মোড়ক উন্মোচন করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় নারী ইনফ্লুয়েন্সার ফারহানা বীথি, সুনেহরা তাসনিম, ঈশায়া তাহসিন, ইশরাত জাহিনসহ প্রায় ৪০ জন কনটেন্ট ক্রিয়েটর। এছাড়াও গ্লো অ্যান্ড লাভলির ব্র্যান্ড অ্যাম্বাসাডর সাবিলা নূর এবং উপস্থাপক সারাহ আলম অনুষ্ঠানে অংশ নেন।

গ্লো অ্যান্ড লাভলি সবসময় নারীদের সৌন্দর্য চর্চার প্রয়োজনীয়তা মাথায় রেখে নতুন পণ্য নিয়ে আসে। এবার তাদের নতুন পণ্য ‘ব্রাইটেনিং ফেস সিরাম’ নায়াসিনামাইডসহ বিশেষ উপাদানে তৈরি, যা ত্বকে ৪ গুণ বেশি উজ্জ্বলতা আনে।

অনুষ্ঠানের শুরুতে সাবিলা নূর নতুন সিরামের ঘোষণা দেন। এরপর  ইনফ্লুয়েন্সাররা পণ্য পরীক্ষার বুথে সিরাম ব্যবহার করে মতামত দেন এবং কনটেন্ট তৈরি করেন। সাবিলা নূর ইনফ্লুয়েন্সারদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান এবং তাদের মতামত শোনেন। তিনি বলেন, 'তাঁরাই সামনের দিনের ট্রেন্ডসেটার। এটি আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে।'

নতুন পণ্য সম্পর্কে সাবিলা নূর বলেন, 'সিরাম এখন স্কিন কেয়ারের গুরুত্বপূর্ণ অংশ। গ্লো অ্যান্ড লাভলি এটি সহজলভ্য করে সবাইকে চমকে দিয়েছে।'

অনুষ্ঠানে গ্লো অ্যান্ড লাভলির সাদা ও গোলাপি থিমের সজ্জা ছিল চোখে পড়ার মতো। পুরো আয়োজনটি পরিচালনা করে স্পেস মিডিয়া প্রোডাকশন। অনুষ্ঠানের শেষে ইনফ্লুয়েন্সারদের সঙ্গে গ্রুপ ছবি তোলার মাধ্যমে শেষ হয় এই গ্ল্যামারাস সন্ধ্যা।