প্রতিনিধি রাজশাহী

বুধবার দুপুরে নাটোর শহরের নাটোর-রাজশাহী মহাসড়কে টমেটো ফেলে বিক্ষোভ করেন কৃষকরা | ছবি: পদ্মা ট্রিবিউন 

নাটোরে কৃষকরা বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন। বুধবার দুপুর ১২টার দিকে নাটোর শহরের নাটোর-রাজশাহী মহাসড়কের বেলঘড়িয়া বাইপাস এলাকায় আধা ঘণ্টা মানববন্ধন করে। পরে তারা টমেটো মহাসড়কে ফেলে রাস্তা অবরোধ করেন।

কৃষকরা ‘বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহার করো, কৃষকের জীবন বাঁচাও’ স্লোগান দিতে থাকেন। এতে ঢাকা-রাজশাহীসহ বিভিন্ন রুটের শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন।

এই বিক্ষোভে নাটোর, রাজশাহী, গোদাগাড়ি, চাপাইনবাবগঞ্জের শত শত কৃষক অংশ নেন। বক্তব্য রাখেন কৃষক সৈয়দ আলী, নাজির উদ্দিন বাবু, আমানউল্লাহ, হাফিজুর রহমান, মইনুল ইসলাম প্রমুখ।

গোদাগাড়ির কৃষক মইনুল ইসলাম বলেন, 'কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের ওপর বর্ধিত ট্যাক্স অবিলম্বে প্রত্যাহার করতে হবে। না হলে কৃষকরা ফসল উৎপাদন বন্ধ করে দেবে।'

নাজির উদ্দিন বাবু বলেন, 'বর্ধিত ভ্যাট ও শুল্কের কারণে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই শুল্ক দ্রুত প্রত্যাহার করা হোক।'

কৃষক রেজাউল করিম বলেন, 'ভ্যাট ৫ শতাংশ থেকে ১০ শতাংশ বাড়ানো হয়েছে। এতে বেশি দামে ফসল উৎপাদন করে কম দামে বিক্রি করতে হচ্ছে। এক বিঘা জমিতে ৫০ হাজার টাকা খরচ করে টমেটো চাষ করে তা ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে না। আমরা লোকসানে পড়ছি। বর্ধিত ভ্যাট অবিলম্বে প্রত্যাহার করতে হবে।'।