প্রতিনিধি ঈশ্বরদী
শিক্ষার্থীরা থানার সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন | ছবি: পদ্মা ট্রিবিউন |
পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম হোসেনের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলামকে অপসারণের দাবি জানাচ্ছেন।
বুধবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত ঈশ্বরদী থানার সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালায় শিক্ষার্থীরা।
বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিলেন, “থানার ওসির অপসারণ চাই”, “হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করো”, এবং “ছাত্রদের ওপর হামলার বিচার চাই”। তারা বলেছেন, থানার ওসি অপসারণের আদেশ না আসা পর্যন্ত তাদের বিক্ষোভ চলবে।
এই অবরোধের কারণে সড়কের দুই পাশে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানজিদুর রহমান দিহান, মাহিম মেহরাব, মেহের হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজসহ অনেকে বিক্ষোভে অংশ নেন।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, ‘ইব্রাহিম হোসেনের ওপর হামলাকারীদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।'
এর আগে হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা গত শুক্রবার ঈশ্বরদী থানার সামনে বিক্ষোভ করেন। একই দাবিতে গত রোববার দুপুর দেড়টায় থানার ফটকে আরেক দফা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
গত ২৩ জানুয়ারি রাতে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে ইব্রাহিম হোসেনের ওপর হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করলেও প্রধান আসামিসহ অন্যান্যরা এখনো পলাতক রয়েছেন।