প্রতিনিধি নাটোর
![]() |
সাদমান সাফা ও সিয়াম হোসেন | ছবি: সংগৃহীত |
নাটোরের নলডাঙ্গা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বাড়ির দেয়ালে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরেক আরোহী আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রোববার রাতে উপজেলার ত্রিমোহনী-মির্জাপুর সড়কের চৌধুরীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত দুজন হলো উপজেলার দিয়াড় কাজিপুর এলাকার ঠান্ডু শেখের ছেলে লাবিব হাসান ওরফে শান (১৬) ও রফিকুল ইসলামের ছেলে সাদমান সাফা (১৫)। আহত আরেক স্কুলছাত্রের নাম সিয়াম হোসেন (১৫)। হতাহতরা পরস্পরের চাচাতো ভাই ও বন্ধু। তারা বাসুদেবপুর শ্রীশ চন্দ্র উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাত আটটার দিকে লাবিব, সাদমান ও সিয়াম মিলে ব্যাডমিন্টন খেলার জন্য দিয়াড় কাজিপুর থেকে মোটরসাইকেলে চৌধুরীপাড়া এলাকার দিকে যাচ্ছিল। চৌধুরীপাড়ায় ঢোকার মুখে তাদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে সড়কের পাশের একটি বাড়ির পাকা দেয়ালের সঙ্গে যানটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। তারা সবাই গুরুতর আহত হয়।
খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে লাবিবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত অবস্থায় সাদমান ও সিয়ামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে সাদমানের মৃত্যু হয়।
নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, হতাহতরা সবাই কিশোর। শীতের রাতে মোটরসাইকেল চালাতে গিয়ে হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির দেয়ালে ধাক্কা খেয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটে।