নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে রোববার সকালে দলটির নেতাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠক হয় | ছবি: পদ্মা ট্রিবিউন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। ঘণ্টাব্যাপী এই বৈঠকে বাংলাদেশের চলমান রাজনীতি, সংবিধানসহ বিভিন্ন সংস্কার কর্মকাণ্ড, নির্বাচন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার সকাল ১০টা থেকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে জি এম কাদেরের সঙ্গে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন। অন্যদিকে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের পলিটিক্যাল কাউন্সিলর সেবাস্তিয়ান রিজার-ব্রাউন।

বৈঠকের পর জাপার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চেয়ারম্যানের কার্যালয়ে পৌঁছালে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারকে স্বাগত জানান দলের চেয়ারম্যান জি এম কাদের। এ সময় এক বৈঠকে বাংলাদেশের চলমান রাজনীতি, সংবিধানসহ বিভিন্ন সংস্কার কর্মকাণ্ড, নির্বাচন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও দেশ-বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইইউর পক্ষ থেকে রাষ্ট্রদূত সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এ সময় জাপা চেয়ারম্যান বলেন, ইইউর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব অকৃত্রিম।