প্রতিনিধি বরিশাল
জেলেরা জাল টেনে মানুষের শরীরের খণ্ডিত অংশ উদ্ধারের চেষ্টা করছে। আজ রোববার বরিশাল নগরের কাশীপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন |
বরিশাল নগরের কাশীপুর এলাকায় একটি দিঘি ও একটি পুকুর থেকে মানুষের শরীরের একাধিক খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে এসব খণ্ডিত অংশ উদ্ধার করেন। পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের পর আলামত গোপন করতে দেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করে ওই দিঘি ও পুকুরে ফেলা হয়েছে।
বরিশাল বিমানবন্দর থানার ওসি জাকির হোসেন শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্তারিত পরে জানানো হবে।
পুলিশ জানায়, নগরের ২৯ নম্বর ওয়ার্ডের কাশীপুরের উত্তর ইছাকাঠি এলাকার হাতেম মীরার দিঘির পাড়ে আজ সকাল ১০টার দিকে মানবদেহের খণ্ডিত অংশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর–৯৯৯–এ ফোন করলে নগরের বিমানবন্দর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং একটি খণ্ডিত পা উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এরপর ওই পুকুরসহ পার্শ্ববর্তী পুকুরে তল্লাশি চালানো হয়। এ সময় হাত-পা, কলিজাসহ আরও চারটি টুকরা উদ্ধার করে পুলিশ।
পুকুরে আরও খণ্ডিত অংশ থাকার আশঙ্কায় বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে পুকুরে নামানো হয়। তবে পুকুর থেকে আর কোনো খণ্ডিত অংশ পাওয়া যায়নি। পরে জেলেরা জাল টেনেও কোনো কিছু পাননি।
বরিশাল নদীবন্দর ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. এনামুল হক বলেন, ‘আরও কোনো খণ্ডিত অংশ রয়েছে কি না, তা তল্লাশি করে উদ্ধারের জন্য আমাদের ডুবুরি দলকে পুকুরে নামিয়েছিলাম। কিন্তু তারা কিছুই পায়নি। পরে জেলেদের বড় জাল এনে তল্লাশি করেও আর কিছু পাওয়া যায়নি।’
পুলিশ জানায়, মাথার অংশ পাওয়া গেলে মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করা যেত। কিন্তু তা এখনো পাওয়া যায়নি। তবে তারা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টাও শুরু করেছে।