প্রতিনিধি সাভার
![]() |
আদালত | প্রতীকী ছবি |
ঢাকার ধামরাই উপজেলায় বুচাই পাগলার মাজার ভাঙচুরের ঘটনায় জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ আমলে নিয়ে ঢাকার এক আদালত স্বতঃপ্রণোদিত হয়ে আসামিদের বিরুদ্ধে থানার ওসিকে নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছেন। আজ রোববার দুপুরে ঢাকার ধামরাই আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এ আদেশ দেন।
গত বছরের ১২ সেপ্টেম্বর দৈনিক পত্রিকার একটি অনলাইনে প্রকাশিত ‘ধামরাইয়ে বুচাই পাগলার মাজার ভাঙচুর, ভবনে অগ্নিসংযোগ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি আমলে নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে আসামিদের বিরুদ্ধে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছেন।
আদালতের আদেশ থেকে জানা যায়, প্রতিবেদন থেকে আদালতের কাছে প্রতীয়মান হয়, ধামরাইয়ে গত বছরের ১১ সেপ্টেম্বর দিনের বেলায় বুচাই পাগলার মাজার ভাঙচুরের আমলযোগ্য ফৌজদারি অপরাধ হয়েছে। তবে ওই অপরাধসংক্রান্ত কোনো মামলা না হওয়ায় ধামরাই থানার ওসিকে আদেশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে নিয়মিত মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ২৯ জানুয়ারি নিয়মিত মামলা রুজুসংক্রান্ত ওসির প্রতিবেদন এবং আগামী ৬ মার্চ পিবিআইয়ের পুলিশ সুপারের কাছ থেকে তদন্ত প্রতিবেদন প্রাপ্তির দিন ধার্য করেছেন আদালত।
নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় আরও একটি আদেশ
সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিকে উপজেলার বংশী ও ধলেশ্বরী নদী থেকে প্রভাবশালীদের অবৈধভাবে বালু উত্তোলনসংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদন অনুসারে এলাকাবাসী অভিযোগ করেন, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে বিএনপি নেতারা অবৈধভাবে বালু উত্তোলন করছেন। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বিষয়ে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে ধামরাই আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ আসামিদের বিরুদ্ধে ধামরাই থানার ওসিকে আরেকটি নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছেন।
ধামরাই আমলি আদালতের বেঞ্চ সহকারী মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ধামরাইয়ে বুচাই পাগলার মাজার ভাঙচুর ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসংক্রান্ত পত্রিকায় প্রকাশিত সংবাদ আমলে নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে আসামিদের বিরুদ্ধে ধামরাই থানার ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া বুচাই পাগলার মাজার ভাঙচুরের ঘটনায় পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘আদালতের নির্দেশনার কোনো তথ্য এখনো আমরা পাইনি। এ–সংক্রান্ত কাগজপত্র পেলে অবশ্যই আদালতের নির্দেশনা অনুসারে পদক্ষেপ নেওয়া হবে।’