প্রতিনিধি ঈশ্বরদী
![]() |
ঈশ্বরদীতে অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন |
পাবনার ঈশ্বরদীতে অনুমোদন বিহীন তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন দাদাপুর গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান এই অভিযান পরিচালনা করেন। এতে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এবং ঈশ্বরদী থানা পুলিশ সহযোগিতা করে।
অভিযানে মন্টু বিশ্বাসের এমএমবি, রঞ্জু মল্লিকের এসএমবি এবং হেলাল উদ্দিনের বিএমবি ভাটাকে জরিমানা করা হয়।
শাহাদাত হোসেন খান জানান, 'এসব ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি না থাকা, 'কয়লার বদলে কাঠ পোড়ানো এবং পরিবেশ দূষণসহ বিভিন্ন নিয়ম লঙ্ঘন করা হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩-এর ১৫ ধারায় এই জরিমানা করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'এসব ইটভাটার বিরুদ্ধে নিষিদ্ধ জ্বালানি কাঠ ব্যবহারের অভিযোগও রয়েছে। উপজেলা ব্যাপী গড়ে ওঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।'
ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, 'অভিযানে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।'