বাগমারায় চুরির পর দোকানে আগুন দেওয়ায় পুড়ে যায় মালামাল। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় খালিশপুর বাজারে | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজশাহীর বাগমারা উপজেলায় এক মুদিদোকানে চুরির পর দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার খালিশপুর বাজারে এ ঘটনা ঘটে। দোকান পুড়িয়ে দেওয়ায় ওই দোকানির চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
ক্ষতিগ্রস্ত দোকানির নাম আবদুল মান্নান (৫০)। তাঁর বাড়ি উপজেলার বড় বিহানালীর গুয়াবাড়ি গ্রামে। তিনি ১১ বছর ধরে স্থানীয় খালিশপুর বাজারে মুদিদোকান চালাতেন। ওই দোকানের আয় দিয়ে তাঁর সংসার চলত।
স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্ত দোকানির সঙ্গে কথা বলে জানা গেছে, আবদুল মান্নান রাতে দোকান বন্ধ করার পরও দোকানেই ঘুমাতেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে খেতে যান। গত রাতে প্রচণ্ড ঠান্ডা থাকায় তিনি দোকানে ঘুমাতে না এসে বাড়িতে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা তাঁর দোকানের তালা ভেঙে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। চলে যাওয়ার সময় দোকানে আগুন ধরিয়ে দেয়। এতে পাশের আরেকটি ওষুধের দোকানও পুড়ে যায়। সকালে দুই দোকানদার ঘটনাস্থলে এসে আগুন দেখে বিষয়টি টের পান। পরে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।
আজ বিকেলে খালিশপুর বাজারে গিয়ে দেখা যায়, দোকানের ভেতরে খইল, ভুসির ছাই পড়ে আছে। মুদির অন্য মালামাল পুড়ে যাওয়ার কোনো নমুনা দেখা যায়নি।
আবদুল মান্নান বলেন, চোরেরা দোকান থেকে মূল্যবান মালামাল নিয়ে গেছে। যাওয়ার সময় ভুসিসহ ভারী মালামালে আগুন ধরিয়ে দিয়ে যায়। আগুনে দোকান পুড়েছে, এমন বোঝাতে চোরেরা এমন কাজ করেছে বলে তিনি ধারণা করছেন। গতকাল প্রায় আড়াই লাখ টাকার মালামাল কিনে দোকানে রেখেছিলেন। এতে তাঁর প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। ঝামেলা এড়াতে তিনি পুলিশকে বিষয়টি জানাননি।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, পুলিশ বিষয়টি জানে না। এরপরও খতিয়ে দেখা হচ্ছে।