প্রতিনিধি কলাপাড়া
![]() |
ডাকাতি নাকি দুর্ধষ চুরি সেটি তদন্ত করছে পুলিশ | ছবি: পদ্মা ট্রিবিউন |
পটুয়াখালীর কলাপাড়ায় ঘরে ঢুকে শাহনাজ পারভীন লাকি (৫০) নামের এক গৃহবধূকে হত্যা করে ঘর থেকে মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবুল কালাম আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে স্থানীয় নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহীদ মাতব্বর বলেন, শাহনাজ পারভীনের স্বামী অবসরপ্রাপ্ত সেনাসদস্য ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাঁর দুটি সন্তান কলাপাড়া সদরে থাকে। বাড়িতে তিনি একাই ছিলেন। গভীর রাতে ঘরের পেছনের বেড়া কেটে ভেতরে ঢুকে হাত-পা বেঁধে হত্যার পর ডাকাতি করে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পারভীনের দেবর শাহআলম গিয়ে ঘরের পেছনের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে ঢুকে তাঁর ভাবিকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে ডাক-চিৎকার করেন। এ সময় স্থানীয়রা গিয়ে পুলিশে খবর দেয়।
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তবে এটি ডাকাতি, নাকি চুরি তা তদন্ত করে দেখা হচ্ছে।