প্রতিনিধি নোয়াখালী
![]() |
হামলা | প্রতীকী ছবি |
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ওরফে বাদলের গ্রামের বাড়িতে একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চর ফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট–সংলগ্ন বাড়িতে ওই ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা এ সময় বাড়ির দ্বিতল ভবনের নিচতলায় মিজানুরের ছোট ভাই রহিম উল্যাহর বাসায় ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাটের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে দ্রুত পালিয়ে যায়।
বাড়িতে থাকা মিজানুর রহমানের বড় ভাইয়ের জামাতা রাকিবুল ফেরদাউস বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাঁর চাচাশ্বশুর মিজানুর রহমান ও রহমত উল্যাহ বাড়িতে থাকেন না। থাকেন তাঁদের পরিবারের সদস্যরা। আজ আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি কালো রঙের মাইক্রোবাসযোগে ১৪-১৫ জনের একদল তরুণ তাঁদের (মিজানুরের) চাপরাশিরহাট–সংলগ্ন গ্রামের বাড়িতে হানা দেয়। তাদের প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র ছিল। দুর্বৃত্তদের কয়েকজন বাড়ির দ্বিতল ভবনের নিচতলায় ঢুকে পড়ে। আর কয়েকজন দ্বিতীয় তলায় মিজানুর রহমানের বাসায় ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়।
রাকিবুল ফেরদাউস জানান, দুর্বৃত্তদের কয়েকজন নিচতলায় ঢুকে তাঁর চাচাশ্বশুর রহিম উল্যাহকে খোঁজাখুঁজি করে। তাঁকে না পেয়ে স্ত্রী-সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাটের চেষ্টা করে। এ সময় পরিবারের এক সদস্য কৌশলে ভবনের পেছনের দরজা খুলে বের হয়ে চিৎকার দিলে আশপাশের লোকজনকে এগিয়ে আসতে দেখে দুর্বৃত্তরা দ্রুত মাইক্রোবাসযোগে পালিয়ে যায়। এ ঘটনায় পুরো বাড়ির বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং তাঁরা নিরাপত্তাহীন হয়ে পড়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. ফৌয়জুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।