নিজস্ব প্রতিবেদক

পুলিশ একাডেমির প্রশিক্ষণে শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতি দেওয়া শিক্ষানবিশ ৩২১ জন এসআই চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন | ছবি: সংগৃহীত

পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতি দেওয়া পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ ৩২১ জন এসআই চাকরিতে তাঁদের পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ রোববার সকালে তাঁরা এই অবস্থান কর্মসূচি শুরু করেন।

পুলিশ সূত্র জানায়, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম এসআই ক্যাডেট ব্যাচের আরও তিন প্রশিক্ষণার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সম্প্রতি তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের অনেকের বিরুদ্ধে নাশতা না খেয়ে মাঠে হইচই করা এবং প্রশিক্ষণ চলাকালে অমনোযোগী থাকার অভিযোগ আনা হয়।

সচিবালয়ের চার নম্বর গেটের সামনে অবস্থান কর্মসূচি | ছবি: সংগৃহীত

প্রতিবাদ র্কসুচীতে অংশ নেওয়া অব্যাহতি পাওয়া পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ কয়েকজন এসআই বলেন, তাঁরা তাঁদের চাকরি ফিরে চান। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয়। এভাবে চাকরি থেকে অব্যহতি দেওয়ায় তাঁদের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে। এতে তাঁরা ও তাঁদের পরিবার অসহায় বোধ করছেন। দ্রতই তাঁরা এই অবস্থার প্রতিকার চান।