প্রতিনিধি ঈশ্বরদী

নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করা হয় | ছবি: পদ্মা ট্রিবিউন

পাবনার ঈশ্বরদীতে দুস্থ ব্যক্তিদের শীতের কষ্ট লাঘব করতে শীতবস্ত্র বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশন। বৃহস্পতিবার চরমিরকামারী শাখায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মো. শফিকুল ইসলাম বলেন, 'শীতে দরিদ্র মানুষের অনেক কষ্ট হয়। আমাদের এই উদ্যোগ তাদের কষ্ট কিছুটা কমাতে সাহায্য করবে।' 

প্রধান অতিথি ফাউন্ডেশনের সভাপতি ফৌজিয়া মঞ্জুর বলেন, 'সবাই যদি এগিয়ে আসে, তবে দরিদ্র মানুষদের শীতের কষ্ট লাঘব করা সম্ভব।'

অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের পরিচালক মোস্তাক আহমেদ কিরণ। এছাড়াও উপস্থিত ছিলেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, উপপরিচালক বি এম ফাহিম রহমান, প্রধান হিসাবরক্ষক কামাল পারভেজ, মানবসম্পদ কর্মকর্তা খায়রুজ্জামান, এমআইএস কর্মকর্তা আহমাদুল্লাহ মিলন ও তথ্য কর্মকর্তা গোপাল অধিকারী।