প্রতিনিধি জয়পুরহাট
লাশ উদ্ধারের খবরে স্থানীয় মানুষের ভিড়। শুক্রবার জয়পুরহাটের কালাই উপজেলার করিমপুর গ্রামে | ছবি: পদ্মা ট্রিবিউন |
জয়পুরহাটের কালাইয়ে নিখোঁজের পরের দিন এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার জিন্দাপুর ইউনিয়নের করিমপুর গ্রামের কুজাইল দিঘির আলুখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে নিহত ব্যক্তির পরিবার দাবি করেছে।
ওই বৃদ্ধ হলেন আবদুল মালেক খান (৬৫)। তিনি উপজেলার করিমপুর গ্রামের মৃত অফিল উদ্দিন খানের ছেলে। তিনি বেগুনগ্রাম ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত কর্মচারী।
মালেকের পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে মালেক মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। তিনি রাতে আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর খোঁজ পাননি। আজ শুক্রবার বেলা ১০টার দিকে কৃষকেরা মাঠের কাজ করতে গিয়ে আলুখেতে একটি লাশ পড়ে থাকতে দেখে গ্রামে খবর দেন। নিখোঁজ বৃদ্ধের পরিবারের সদস্যরা মাঠে গিয়ে লাশ শনাক্ত করেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বৃদ্ধের মোটরসাইকেলটি রাস্তার পাশে পড়ে ছিল।
মালেকের ছেলে সিদ্দিকুর রহমান বলেন, ‘আমার বাবা বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে চৌমুহনী বাজারে গিয়েছিলেন। তিনি রাতে আর বাড়িতে ফেরেননি। আমরা পরিবারের সদস্যরা সারা রাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে আমার বাবার সন্ধান পাইনি। আমরা রাতেই থানায় ঘটনাটি জানিয়েছি। আজ শুক্রবার সকালে আলুখেতে আমার বাবার লাশ পেয়েছি। পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে গেছে। কে বা কারা আমার বাবাকে হত্যার পর লাশ আলুখেতে রেখে গেছে।’
কালাই থানার ওসি জাহিদ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল গিয়ে মালেকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। লাশের কপালে ক্ষতচিহ্ন রয়েছে। লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।