নিজস্ব প্রতিবেদক
আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম | গ্রাফিক্স পদ্মা ট্রিবিউন |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন শীর্ষ নেতার ফেসবুক আইডি পাওয়া যাচ্ছে না। বুধবার বিকেল থেকে তাদের অ্যাকাউন্ট খুঁজে পাওয়া সম্ভব হয়নি।
এই ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সারজিস আলম, চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত রাফী, অনলাইন অ্যাকটিভিস্ট সাইদ আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েমসহ অনেকেই।
জানা গেছে, তারা হ্যাকারদের আক্রমণ থেকে সতর্ক হতে নিজের আইডি নিষ্ক্রিয় করেছেন।
এ বিষয়ে 'ক্র্যাক প্লাটুন-বাংলাদেশ সাইবারফোর্স' নামে একটি ফেসবুক পেজ দাবি করেছে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ নিষ্ক্রিয় (ডিজেবল) করা হয়েছে’। পেজে আরও বলা হয়, সাইদ আব্দুল্লাহর পেজ ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে স্বাধীনতাবিরোধী প্রচারণার কারণে।
আরেকটি পোস্টে বলা হয়, ‘কোটা আন্দোলনের নাম করে বাংলাদেশে যেসব সমস্যা তৈরি করা হয়েছে, তা দেশটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করেছে’।
এছাড়া মুয়াজ আবদুল্লাহ নামে এক ব্যক্তি দাবি করেন, 'নিঝুম মজুমদারের দেওয়া ২০ হাজার ডলারের বিনিময়ে একটি সাইবার আক্রমণ চালানো হচ্ছে, যার ফলে সাইয়্যেদ আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ এবং তালাত রাফীর আইডি ডিজেবলড হয়েছে।'
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ বলেন, ‘আমরা নিরাপত্তার কারণে আমাদের আইডি ডিঅ্যাক্টিভেট করেছি। আওয়ামী লীগের সাইবার টিম কিছু আইডি ডিজেবল করেছে।’
এদিকে সাদিক কায়েম তার ফেসবুক পোস্টে লেখেন, ‘বিশেষ নিরাপত্তা কারণে আমি আমার আইডি ডিঅ্যাক্টিভেট করেছি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেন, ‘অনেকের ফেসবুক আইডি নষ্ট করা হচ্ছে। তাই আমরা পেজ খুলেছি যাতে নিরাপত্তা নিশ্চিত করতে পারি।’