বছরের শুরুতে আরো একটি একতরফা ভোট করে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় যাওয়া আওয়ামী লীগের পতন ঘটেছে গণঅভ্যুত্থানে। রাজনৈতিক পটপরিবর্তনের পর শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের যাত্রা। বাংলাদেশের ইতিহাসের বাঁক বদলে দেওয়া ২০২৪ সালের দিনপঞ্জি ছবির ফ্রেমে।

৫ অগাস্ট ২০২৪: শেখ হাসিনার সরকারপতনের পর জনতার দখলে গণভবন | ছবি: পদ্মা ট্রিবিউন

১ জানুয়ারি ২০২৪: বছরের প্রথম দিনই শ্রম আইন লঙ্ঘনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে ঢাকার বিজয়নগরে শ্রম আদালত থেকে বেরিয়ে আসছেন শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস, যিনি পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব পান | ছবি: পদ্মা ট্রিবিউন

৭ জানুয়ারি ২০২৪: দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শুরুর পরপর ঢাকার বনানী মডেল স্কুল কেন্দ্রের দৃশ্য। কোনো কোনো কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি দেখা গেলেও অনেক কেন্দ্রই ছিল ভোটারশূন্য | ছবি: পদ্মা ট্রিবিউন

১১ জানুয়ারি ২০২৪: দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর শেখ হাসিনা তার নতুন সরকার সাজান ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়ে। মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেন বঙ্গভবনের দরবার হলে | ছবি: পদ্মা ট্রিবিউন

১১ জানুয়ারি ২০২৪: ঢাকার এভারকেয়ার হাসপাতালে পাঁচ মাস চিকিৎসা নেওয়ার পর গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া | ছবি: পদ্মা ট্রিবিউন

১১ জানুয়ারি ২০২৪: ঢাকার নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে ৭৫ দিন বন্ধ থাকার পর সেদিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢোকেন দলটির নেতাকর্মীরা | ছবি: পদ্মা ট্রিবিউন

১৭ জানুয়ারি ২০২৪: ঘন কুয়াশার মধ্যে মালবাহী নৌযানের ধাক্কায় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আটকে থাকা একটি ফেরি যানবাহন নিয়ে পদ্মা নদীতে ডুবে যায় | ছবি: পদ্মা ট্রিবিউন

২৩ জানুয়ারি ২০২৪: শিক্ষক আসিফ মাহতাব উৎসকে চাকরিচ্যুতের প্রতিবাদে মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা | ছবি: পদ্মা ট্রিবিউন 

১৩ ফেব্রুয়ারি ২০২৪: ঢাকার মোহাম্মদপুরে কিশোরী গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর মামলায় দ্য ডেইলি স্টার’র নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে চার দিনের রিমান্ডে পায় পুলিশ | ছবি: পদ্মা ট্রিবিউন

১৩ ফেব্রুয়ারি ২০২৪: ঢাকার মোহাম্মদপুরে কিশোরী গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় গৃহকর্তা ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বিচার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সচেতন নাগরিক সমাজ | ছবি: পদ্মা ট্রিবিউন

১৫ ফেব্রুয়ারি ২০২৪: যুদ্ধের মধ্যে পালিয়ে আসা মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যসহ ৩৩০ জনকে কক্সবাজারের ইনানী উপকূলের নৌবাহিনীর জেটি ঘাট এলাকা দিয়ে দেশটির কাছে হস্তান্তর করা হয় | ছবি: পদ্মা ট্রিবিউন

১৫ ফেব্রুয়ারি ২০২৪: ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার হয়ে সাড়ে তিন মাস কারাগারে কাটানোর পর সেদিন বিকালে ঢাকার কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: পদ্মা ট্রিবিউন

২৫ ফেব্রুয়ারি ২০২৪: যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিত শিক্ষক মুরাদ হোসেন সরকারকে চাকরিচ্যুত করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা | ছবি: পদ্মা ট্রিবিউন

২৯ ফেব্রুয়ারি: ভয়াবহ আগুনে মৃত্যুপূরী বেইলি রোডের গ্রিন কোজি কটেজ, প্রাণ যায় ৪৬ জনের | ছবি: পদ্মা ট্রিবিউন

৪ মার্চ ২০২৪: বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত প্রাণহানির পর ধানমন্ডি এলাকায় রেস্তোরাঁ ঠাসা গাউসিয়া টুইন পিক ভবনে অভিযান চালিয়ে সেখানকার রেস্তোরাঁ বন্ধ করে দেয় রাজউক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন | ছবি: পদ্মা ট্রিবিউন

৫ মার্চ ২০২৪: চট্টগ্রামে এস আলম সুগার রিফাইন্ড ইন্ডাস্ট্রিজের গুদামে আগুন লাগার একদিন বাদেও তা পুরোপুরি নেভাতে পারেনি ফায়ার সার্ভিস। সুগার মিলের ১ নম্বর গুদামে অগ্নিকাণ্ডে পোড়া অপরিশোধিত চিনি কালো তরল হয়ে মিশতে দেখা যায় কর্ণফুলীতে; তাতে দূষিত হয়ে পড়ে নদীর পানি | ছবি: পদ্মা ট্রিবিউন

১৩ মার্চ ২০২৪: ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর চিফ অফিসার আতিক উল্লাহ খানের স্বজনদের সময় কাটে উদ্বেগ, উৎকণ্ঠায়। আতিকের মা শাহনুর বেগম নিজেও অসুস্থ; দুই মেয়ে জানতে চাইছে, কী হয়েছে তাদের বাবার | ছবি: পদ্মা ট্রিবিউন

১৩ মার্চ ২০২৪: গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসের আগুনে দগ্ধ হয়ে ৩২ জন ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন। তাদের মধ্যে কমপক্ষে ১৭ জনেরই মৃত্যু হয় হাসপাতালে | ছবি: পদ্মা ট্রিবিউন

১৮ মার্চ ২০২৪: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহননের ঘটনায় দোষীদের বিচার এবং যৌন নিপীড়ন বন্ধের দাবিতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস | ছবি: পদ্মা ট্রিবিউন

২৯ মার্চ ২০২৪: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে বহর নিয়ে ছাত্রলীগের শীর্ষ নেতাদের প্রবেশের ঘটনায় বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা | ছবি: পদ্মা ট্রিবিউন 

২ এপ্রিল ২০২৪: ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় ঢাকার বিশেষ জজ আদালতে হাজিরা দেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস, দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নেন বিচারক | ছবি: পদ্মা ট্রিবিউন

১৮ এপ্রিল ২০২৪: গ্রীষ্মের টানা তাপপ্রবাহে পারদ চড়ছিল কয়েকদিন ধরে। অসহনীয় গরমে অতিষ্ঠ মানুষ সড়কে নেমে ক্লান্ত হয়ে পড়েন; গ্রীষ্মের তপ্ত দুপুরে তৃষ্ণা মেটাতে ঢাকার রামপুরায় শরবত পান করছিলেন দুই বাইক আরোহী | ছবি: পদ্মা ট্রিবিউন

২৬ এপ্রিল ২০২৪: গরমের তেজ ভাঙে ৭৬ বছরের রেকর্ড। ঢাকায় টানা দাবদাহের মধ্যে নগরবাসীকে কিছুটা ‘স্বস্তি’ দিতে সড়কে পানি ছিটানো শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন | ছবি: পদ্মা ট্রিবিউন

৯ মে ২০২৪: চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনার কাছে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ উড়োজাহাজ ইয়াক-১৩০। দুর্ঘটনার পর বিমানের দুই পাইলট উইং কমান্ডার সোহান হাসান খাঁন ও স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ জরুরি প্যারাসুট দিয়ে নদীতে অবতরণ করলেও প্রাণ হারান জাওয়াদ | ছবি: পদ্মা ট্রিবিউন 

১৯ মে ২০২৪: ব্যাটারিচালিত রিকশা বন্ধে পুলিশের অভিযানের প্রতিবাদে মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকা অবরোধ করেন চালক এবং রিকশা ও গ্যারেজ মালিকরা। এর মধ্যে গাড়ি যাওয়ার চেষ্টা করলে তার ওপর চড়াও হন অবরোধকারীরা | ছবি: পদ্মা ট্রিবিউন

২৪ মে ২০২৪: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। দুই দিন আগে এসেছিল আনারের লাপাত্তা হওয়ার খবর | ছবি: পদ্মা ট্রিবিউন

২৭ মে ২০২৪: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঢাকায় দিনভর প্রবল বাতাসের সঙ্গে ঝরে বৃষ্টি; স্থবির হয়ে পড়ে জনজীবন। তীব্র বাতাসে রাজধানীর বিভিন্ন জায়গা ও সড়কে উপড়ে পড়েছে গাছপালা, যান চলাচল বিঘ্নিত হয় | ছবি: পদ্মা ট্রিবিউন

২৮ মে ২০২৪: ঘূর্ণিঝড় রেমালের সঙ্গে বৃষ্টি চলে গেলেও ঢাকার সড়কে দেখা দেয় জলাবদ্ধতা। ফলে সকাল থেকে বাইরে বের হওয়া কর্মজীবী মানুষকে পড়তে হয় দুর্ভোগে। ঢাকার সায়েদাবাদে বাসস্ট্যান্ডের পাশে ডুবে যাওয়া সড়কে কোমরপানিতে রিকশায় চলাচল করেন এলাকাবাসী | ছবি: পদ্মা ট্রিবিউন

৩১ মে ২০২৪: কাজ নিয়ে মালয়েশিয়া যাওয়ার শেষদিনে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে জড়ো হন কয়েকশ শ্রমিক। টিকেট মিললে তবেই উড়াল, শেষ পর্যন্ত অনেককে ফিরতে হয় বেদনা হয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন 

১৯ জুন ২০২৪: চার দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেট জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়; প্লাবিত হয় নতুন নতুন এলাকা | ছবি: পদ্মা ট্রিবিউন 

২৭ জুন ২০২৪: ছাগলকাণ্ডে আলোচিত পশু খামার সাদিক অ্যাগ্রো উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি। ঢাকার মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের উপর অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল পশু খামারটি | ছবি: পদ্মা ট্রিবিউন 

১ জুলাই ২০২৪: সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি | ছবি: পদ্মা ট্রিবিউন 

৪ জুলাই ২০২৪: সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে রাজধানীতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তার আগ দিয়ে আদালতের রায়ে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হলে শিক্ষার্থীরা নামেন রাজপথে | ছবি: পদ্মা ট্রিবিউন 

৭ জুলাই ২০২৪: সরকারি চাকরিতে কোটা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে এদিন বাংলা ব্লকেডের অংশ হিসেবে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা | ছবি: পদ্মা ট্রিবিউন   

১২ জুলাই: আষাঢ়ের শেষে শুক্রবার টানা ছয় ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর পর্যন্ত পানি। মূল সড়ক ও অলিগলিতে ব্যাপক জলাবদ্ধতার পাশাপাশি দোকানপাট আর নিচতলার বাসায় পানি ঢুকে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।রাজধানীতে বিদ্যুৎস্পৃর্শে চারজনের মৃত্যু হয় | ছবি: পদ্মা ট্রিবিউন   

১৪ জুলাই ২০২৪: চীন সফরের অভিজ্ঞতা জানাতে গণভবনে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা চাকরি পাবে না, পাবে রাজাকারের নাতি-পুতি?’ এই প্রশ্ন তিনি সেখানে ছুড়লে আন্দোলনের মোড় ঘুরে যায় | ছবি: পদ্মা ট্রিবিউন   

১৪ জুলাই ২০২৪: সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কারের এক দফা দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা করেন আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা | ছবি: পদ্মা ট্রিবিউন   

১৫ জুলাই ২০২৪: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দেয় ছাত্রলীগ। তাতে সহিংস রূপ পায় আন্দোলন | ছবি: পদ্মা ট্রিবিউন   
১৬ জুলাই ২০২৪: পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের মধ্যে গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যু ছড়িয়ে দেয় দ্রোহের আগুন | ছবি: পদ্মা ট্রিবিউন