নিজস্ব প্রতিবেদক ঢাকা
![]() |
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া | ফাইল ছবি |
৯ বছর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানের দায়ের করা হত্যাচেষ্টা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মামলার এজাহারে বাদীর দেওয়া তথ্যের ভিত্তি নেই উল্লেখ করে আজ বুধবার পুলিশ মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মো. শরীফুর রহমান প্রতিবেদনটি গ্রহণ করেন। এর মধ্য দিয়ে মামলা থেকে আসামিরা অব্যাহতি পান।
মামলার চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলের আশপাশের কোনো প্রত্যক্ষ সাক্ষী পাওয়া যায়নি। আর কে বা কারা বোমা নিক্ষেপ করেছে, তা শনাক্ত করা সম্ভব হয়নি। বাদী যে তথ্যের ভিত্তিতে এজাহারে নাম উল্লেখ করেন, তা ভুল।
খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন বলেন, আওয়ামী লীগ নেতা শাজাহান খানের দায়ের করা হয়রানিমূলক মামলা থেকে আজ খালেদা জিয়াসহ ২৬ জন অব্যাহতি পেয়েছেন। আদালতের কাছ থেকে ন্যায়বিচার পেয়েছেন তাঁরা।
মামলা থেকে অব্যাহতি পাওয়া উল্লেখ্যযোগ্য ব্যক্তিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, সেলিমা রহমান ও সালাহ উদ্দিন আহমদ, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান (শিমুল বিশ্বাস), নরসিংদী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবির খান এবং বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কমিশনার আবদুল কাইয়ুম।
মামলার এজাহারে অভিযোগ আনা হয়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি দুপুরের দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি ছিল শ্রমিক পেশাজীবী সমন্বয় পরিষদের। পরে শাজাহান খানের নেতৃত্বে ২৫ থেকে ৩০ হাজার লোক খালেদা জিয়ার কার্যালয়ের উদ্দেশে রওনা হন। তবে গুলশান ২ নম্বর গোলচত্বরে পৌঁছালে তাঁদের ওপর হামলা করা হয়। বোমা বিস্ফোরণ ঘটানো হয়।