প্রতিনিধি সুনামগঞ্জ
![]() |
সংঘর্ষ | প্রতীকী ছবি |
সুনামগঞ্জে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১১ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধদের মধ্যে আছেন- মুহিবুর রহমান চৌধুরী (২৫), আঞ্জু চৌধুরী (২৩), সোহেল চৌধুরী (২৫), জুয়েল চৌধুরী (৪০), আকমল চৌধুরী (৬২), কনর চৌধুরী (৫৫), শুভ চৌধুরী (২৭), ইসলাম উদ্দিন চৌধুরী (৬৫), জাবেদ চৌধুরী (২৫), তাসিম চৌধুরী (২৮), এবং রাবেল চৌধুরী (২৭)। তাদের সবাইকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যান্য আহতরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। তবে সবার নাম এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রাড়ইল গ্রামের আনু মিয়া চৌধুরী ও নানু মিয়া চৌধুরীর সঙ্গে একই গ্রামের জসীম উদ্দিন চৌধুরী ও সুমন চৌধুরীর লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আগে কয়েকবার সংঘর্ষ ও মামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকালে আনু চৌধুরীর করা একটি মামলা তদন্তে পুলিশ গ্রামে গেলে পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু পুলিশ ফেরার পর উভয় পক্ষ অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হন।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রশান্ত সাগর দাস জানান, আহতদের শরীরে ছররা গুলির চিহ্ন পাওয়া গেছে। উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধ হওয়ার তথ্য পাওয়া গেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং অস্ত্র উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা হবে।