প্রতিনিধি টেকনাফ

মানববন্ধনে দ্বীপের পর্যটন ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন | ছবি: পদ্মা ট্রিবিউন  

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি চেয়ে সেন্টমার্টিন দ্বীপে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এই মানববন্ধনে দ্বীপের পর্যটন ব্যবসায়ী, বিভিন্ন পেশার মানুষ এবং স্থানীয় ছাত্র-জনতা অংশ নেন। বক্তারা এক সপ্তাহের মধ্যে তাদের দাবি না মানলে সেন্টমার্টিনে পর্যটকদের প্রবেশে বাধা দেওয়ার হুঁশিয়ারি দেন।

জানা গেছে, গত কিছুদিন ধরে পর্যটন মৌসুমে জাহাজ চলাচল বন্ধ থাকার কারণে দ্বীপে পর্যটক সংখ্যা কমে গেছে। এর ফলে দ্বীপের মানুষজন অলস সময় পার করছেন। উপজেলা প্রশাসন জানায়, নাব্য সংকটের কারণে দীর্ঘদিন ধরে এই নৌপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দা জাবেদ ইকবাল বলেন, 'দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ এবং ভ্রমণ সীমিতকরণের প্রস্তাব প্রত্যাহার করা হোক। সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দ্বীপবাসীর জীবন-জীবিকার পথ খুলে দেওয়া হোক। না হলে দ্বীপে কোনো জাহাজ ভিড়তে দেওয়া হবে না।'

স্থানীয়রা জানান, দ্বীপের ১০ হাজার মানুষের ৯০ শতাংশই পর্যটনশিল্পের ওপর নির্ভরশীল। বছরের মাত্র চার মাস তাদের আয় হয়। কিন্তু টেকনাফ থেকে জাহাজ চলাচল বন্ধ থাকায় ওই চার মাসে আয় কমে গেছে এবং বাড়ছে অভাব।

ব্যবসায়ী ইসহাক বলেন, 'একটি কুচক্রীমহল টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে একটি মাত্র জাহাজ চালিয়ে আমাদের ১০টি জাহাজ বন্ধ করে দিয়েছে। কক্সবাজার থেকে চলাচল করা জাহাজটি অত্যন্ত ব্যয়বহুল, ফলে পর্যটকরা আগ্রহ হারাচ্ছেন সেন্টমার্টিনে আসতে। এর ফলে হোটেল, দোকানপাট, রেস্টুরেন্টসহ বিভিন্ন ব্যবসা ও শ্রমিকরা অলস সময় পার করছেন।'