প্রতিনিধি জুড়ী

ছিনতাই | প্রতীকী ছবি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুজন নারী। এ সময় তাঁদের কাছ থেকে দেড় লাখ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তাঁরা। সোমবার দুপুরে উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের তেতইরতল এলাকার জুড়ী-কুলাউড়া সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর গতকাল সন্ধ্যায় ভুক্তভোগী নারীরা জুড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগ থেকে জানা গেছে, তেতইরতল এলাকার বাসিন্দা দুবাইপ্রবাসী সাইদুল ইসলামের স্ত্রী রাবিনা আক্তার ও সাইদুলের বড় ভাইয়ের স্ত্রী রাজিয়া বেগম গতকাল উপজেলা সদরে একটি ব্যাংকে টাকা তুলতে যান। সেখান থেকে ১ লাখ ৬০ হাজার টাকা তুলে কিছু কেনাকাটা করে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তাঁরা। বেলা পৌনে একটার দিকে বাড়ির কাছে পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলের দুই আরোহী অটোরিকশার পথরোধ করেন। এ সময় তাঁরা রাজিয়া বেগমের কাঁধে ঝোলানো ব্যাগ ধরে টানাটানি করতে থাকেন। ওই ব্যাগে টাকাসহ তাঁদের দুটি মুঠোফোন রাখা ছিল। দুই নারী চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা ধারালো দা বের করে প্রাণনাশের ভয় দেখান। এরপর ব্যাগটি ছিনিয়ে নিয়ে কুলাউড়ার দিকে চলে যান তাঁরা।

জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।