প্রতিনিধি ঈশ্বরদী
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে তানজিদুর জামান দিহান। শনিবার বিকেলে | ছবি: পদ্মা ট্রিবিউন |
পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা তানজিদুর জামান দিহান দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল এলাকায় এ ঘটনা ঘটে। দিহান বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দিহান পাবনা এডওয়ার্ড কলেজের অর্থ ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং উপজেলা সদরের বাবুপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দিহান তার দুই সঙ্গী শাওন ও সাইদকে নিয়ে মোটরসাইকেলে পাকশীর আমতলা মাঠের একটি কর্মসূচিতে যাচ্ছিলেন। পথে বাঘইল সাঁকোর কাছে পেছন থেকে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাদের ওপর আক্রমণ চালায়। দুর্বৃত্তরা চলন্ত মোটরসাইকেল থেকে দিহানকে টেনে ফেলে, যার ফলে তিনি ডান পায়ে আঘাত পান। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন দিহান বলেন, 'আমরা একটি কর্মসূচিতে যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে মোটরসাইকেলে আসা তিনজন আমাকে টেনে ফেলে দেয়। এতে আমি মারাত্মক আহত হই।'
ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম জানান, 'হামলার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাসনিম মাহবুব প্রাপ্তি এই হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল এলাকায় এ ঘটনা ঘটে। দিহান বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দিহান পাবনা এডওয়ার্ড কলেজের অর্থ ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং উপজেলা সদরের বাবুপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দিহান তার দুই সঙ্গী শাওন ও সাইদকে নিয়ে মোটরসাইকেলে পাকশীর আমতলা মাঠের একটি কর্মসূচিতে যাচ্ছিলেন। পথে বাঘইল সাঁকোর কাছে পেছন থেকে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাদের ওপর আক্রমণ চালায়। দুর্বৃত্তরা চলন্ত মোটরসাইকেল থেকে দিহানকে টেনে ফেলে, যার ফলে তিনি ডান পায়ে আঘাত পান। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন দিহান বলেন, 'আমরা একটি কর্মসূচিতে যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে মোটরসাইকেলে আসা তিনজন আমাকে টেনে ফেলে দেয়। এতে আমি মারাত্মক আহত হই।'
ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম জানান, 'হামলার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাসনিম মাহবুব প্রাপ্তি এই হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।