প্রতিনিধি কেরানীগঞ্জ, ঢাকা

ডাকাত হানা দেওয়ার খবরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার রূপালী ব্যাংক ঘিরে রেখেছেন র‍্যাব–পুলিশের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে একদল ডাকাত হানা দিয়েছে। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ডাকাতদল হানা দেয়। ব্যাংকটি ঘিরে রেখেছে র‍্যাব–পুলিশ।

ডাকাত হানা দেওয়ার খবরে ভিড় জমিয়েছেন আশপাশের লোকজন | ছবি: পদ্মা ট্রিবিউন

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে।