নিজস্ব প্রতিবেদক
![]() |
সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান | ফাইল ছবি |
বগুড়া–৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান ওরফে রিপুকে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে র্যাব–১৪।
রাতে আরও গ্রেপ্তার করা হয়েছে বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান ওরফে শফিক ও তাঁর স্ত্রী লিপি আক্তারকে। রাজধানীর মোহাম্মদপুর থেকে এ দম্পতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার র্যাব সদর দপ্তরের পক্ষ থেকে দেওয়া এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
র্যাব বলেছে, রাগেবুল আহসানের বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে।
রাগেবুল আহসান বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বগুড়া সদর থানা–পুলিশ সূত্রে জানা যায়, জুলাই গণ–অভ্যুত্থানের সময় আবু সুফিয়ানের বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। তিনটি হত্যা মামলা ছাড়াও বিস্ফোরক আইনে তাঁর বিরুদ্ধে ১২টি মামলা তদন্তাধীন। তাঁর স্ত্রী মাহফুজা খানও বিস্ফোরক মামলার আসামি। বগুড়ায় আনার পর আবু সুফিয়ানকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে।