প্রতিনিধি বগুড়া

বগুড়ায় ‘দিন বদলের মঞ্চে’র সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিভিন্ন সংগঠনের শিল্পীরা। সোমবার বগুড়া শহরের সাতমাথা মুক্তমঞ্চে  | ছবি: পদ্মা ট্রিবিউন

বগুড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে ‘দিন বদলের মঞ্চ’ নামের একটি সংগঠন আয়োজিত দিনব্যাপী বিজয় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আপত্তির মুখে পূর্বনির্ধারিত পরিবেশনা উপস্থাপন করতে পারেনি উদীচী শিল্পীগোষ্ঠী। সোমবার দিনব্যাপী শহরের সাতমাথায় মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘দিন বদলের মঞ্চের’ সভাপতি সাজেদুর রহমান বলেন, দিনব্যাপী অনুষ্ঠানে বগুড়ার স্বপ্ত স্বর, চর্চা সাংস্কৃতিক একাডেমি, ত্রিতাল, নৃত্যছন্দম, উদীচী এবং লালন শিল্পীদের পরিবেশনার কথা ছিল। সকাল নয়টায় অনুষ্ঠান উদ্বোধনের আগেই কিছু তরুণ অনুষ্ঠানমঞ্চে এসে ব্যানারে উদীচীর নাম থাকায় আপত্তি তুলে অনুষ্ঠানে বাধা দেন। পরে পুলিশ এসে তাঁদের পক্ষ নিয়ে উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহানকে অতিথি হিসেবে মঞ্চে তোলা যাবে না বলেও জানান। শেষ পর্যন্ত উদীচীর শিল্পীরা অনুষ্ঠান মঞ্চ ত্যাগ করতে বাধ্য হন।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, কয়েকটি বাম দল যৌথভাবে ‘দিনবদলের মঞ্চ’র বানারে সাতমাথায় মুক্তমঞ্চে বিজয় উৎসবের আয়োজন করে। সেখানে উদীচীর একজন নেতাকে অতিথি করা নিয়ে আপত্তি তোলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। তাঁদের আপত্তির কারণ, উদীচী সাবেক আওয়ামী ফ্যাসিবাদ সরকারের দালাল ছিল। তাদের কাউকে মঞ্চে উঠতে দেওয়া হবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবির পরিপ্রেক্ষিতে আয়োজকদের জানিয়ে দেওয়া হয়, উদীচীর ওই ব্যক্তিকে মঞ্চে তোলা যাবে না। আয়োজকেরা সেই অনুযায়ী অনুষ্ঠান আয়োজন সম্পন্ন করেছে।

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্তমানে কমিটি নেই। ছাত্র আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়ক শাকিব খান বলেন, ‘দিন বদলের মঞ্চে বিজয় উৎসবে উদীচীর পরিবেশনায় আমরা কোনো বাধা দিইনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে অন্য কেউ বাধা দিয়েছেন কী না সেটা আমাদের জানা নেই। পুলিশ ফোন করে জানতে চেয়েছিল, উদীচীর পরিবেশনায় আপত্তি আছে কী না? আমরা জানিয়ে দিয়েছি, উদীচীর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, বিজয় উৎসবে তাদের পরিবেশনায় কোনো আপত্তিও নেই।’

উল্লেখ্য, দিনব্যাপী উৎসবের উদ্বোধক ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ আল ক্বাফী। এতে অতিথি ছিলেন সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম।

এদিকে সন্ধ্যায় উদীচী বগুড়ার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে দিন বদলের মঞ্চ আয়োজিত বিজয় উৎসবের ব্যানারে উদীচী'র নাম থাকায় বাধা প্রদানের প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনের মাহমুদুস সোবহান ও সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বলেন, উদীচী ফ্যাসিবাদকে পরাজিত করার সংগ্রামে লড়াই করেছে, নতুন ফ্যাসিবাদ সৃষ্টির জন্য লড়াই করেনি। বিজয় উৎসবে উদীচীর অংশগ্রহণে বাধা স্পষ্টত ফ্যাসিবাদী আচরণ। প্রশাসনকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।