নিজস্ব প্রতিবেদক
আইনজীবী জেড আই খান পান্না | ছবি: পদ্মা ট্রিবিউন |
আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপার্সন এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না বলেছেন, 'আমি সবসময় নিপীড়িতদের পাশে থাকি, সে যেই হোক না কেন। যদি সুযোগ পাই, শেখ হাসিনার পক্ষে লড়াই করব, সেটা ট্রাইব্যুনাল হোক বা অন্য যেকোনো জায়গায়।'
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর পক্ষে শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জেড আই খান পান্না বলেন, 'আগে গণগ্রেপ্তার হতো, এখন হচ্ছে গণমামলা। এর পরিণতি আবারও গণগ্রেপ্তার। এ পরিস্থিতির শিকার একসময় আমিও হয়েছিলাম। কিন্তু এখন যেভাবে একই ধরনের অভিযোগে শত শত মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, তা আগে কখনো দেখিনি। অভিযোগগুলো প্রায় একই—কারও চোখ নষ্ট হয়েছে, কেউ পঙ্গু হয়েছে বা গুলিবিদ্ধ হয়েছে। এগুলো নিয়ে বড় আকারে মামলা হচ্ছে।'
জেড আই খান পান্না সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন | ছবি: পদ্মা ট্রিবিউন |
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'ড. ইউনুস হয়তো বুঝতে পেরেছেন, সংস্কারের মতো কোনো উদ্যোগ তার পক্ষে সম্ভব নয়। তার বক্তব্যে দেখলাম, তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায়, তবে নির্বাচন দিয়েই তিনি সরে যাবেন। এটা আক্ষেপ বা অভিমানের সুরে বলা হলেও সত্য কথাই বলেছেন। অন্তর্বর্তী সরকারের মূল কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এ সরকারের কাজ কোনো সংস্কার করা নয়, তবে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দায়িত্ব তাদের রয়েছে।'