প্রতিনিধি গাইবান্ধা

ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় ভাঙচুর করা মোটরসাইকেল ও দোকান | ছবি: পদ্মা ট্রিবিউন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেড় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে দুপক্ষ একে অপরকে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং ভাঙচুর করে। এ সময় ককটেল বিস্ফোরণের কারণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। সংঘর্ষে ৮টি মোটরসাইকেল ও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়। পথচারী ও ব্যবসায়ীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

এ ঘটনা ঘটে বুধবার রাত ৭টার দিকে, যখন পলাশবাড়ী উপজেলা পরিষদের গেটে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা শুরু হয়। পরে উভয় দলের নেতাকর্মীরা একত্রিত হলে চৌমাথা মোড়েও সংঘর্ষ শুরু হয়। এ সময় তারা দেশীয় অস্ত্র হাতে রংপুর-ঢাকা মহাসড়কে মহড়া দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ৮টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং নেতাকর্মীরা সড়ক থেকে সড়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।

গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার একটি চিত্র | ছবি: পদ্মা ট্রিবিউন

স্থানীয় পুলিশ ও সূত্র অনুযায়ী, মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামায়াতপন্থি রাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনাস্থা প্রস্তাবের বিষয়ে শুনানি হয়। সেখানে কয়েকজন পরিষদের সদস্য অনাস্থার পক্ষে কথা বললে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর উপজেলা পরিষদের গেটে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, এবং ব্যবসা প্রতিষ্ঠান ও মোটরসাইকেল ভাঙচুর হয়।

এ ঘটনায় এলাকার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং পথচারী ও ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে নিরাপদ স্থানে চলে যান। তবে স্থানীয়রা অভিযোগ করেছেন যে, পুলিশকে জানানো হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু জানান, 'পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং আহতদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। সংঘর্ষের ঘটনায় রাত ৯টা পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ করা হয়নি।'

এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছামাদ ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. নজরুল ইসলাম লেবুকে পাওয়া যায়নি। তবে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত জানিয়েছেন, 'ঘটনার সময় তাদের পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। তিনি অভিযোগ করেছেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে অস্ত্র হাতে হামলা ও ভাঙচুর চালিয়েছে।'