নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কাকরাইল মসজিদ ও মারকাজ (কেন্দ্র) এলাকায় সাদপন্থী মুসল্লিরা | ছবি: পদ্মা ট্রিবিউন |
তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। আগামী ৭ ডিসেম্বর এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কাকরাইল মারকাজ মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আযীমুদ্দিন।
সম্প্রতি মাওলানা সাদ এবং মাওলানা জুবায়েরপন্থিদের মধ্যে দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। শুক্রবার সকালে কাকরাইল মারকাজ মসজিদে সাদপন্থিরা প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাদের অবস্থানের কারণে ভোর থেকেই মসজিদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
সাদপন্থিদের ব্যাপক উপস্থিতির কারণে কাকরাইল মসজিদের আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। নিরাপত্তার জন্য রমনা এবং প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
গত কয়েকদিন ধরে কাকরাইল মসজিদ ও টঙ্গীর ইজতেমা ময়দানের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। উভয় পক্ষই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
জানা গেছে, নির্ধারিত সময় শেষে শুক্রবার সকালে মাওলানা জুবায়েরের অনুসারীরা কাকরাইল মসজিদ ছেড়ে যান। এরপর সকাল ৮টার পর সাদপন্থিরা মসজিদে প্রবেশ করেন। নিয়ম অনুযায়ী, দুই সপ্তাহ মসজিদে অবস্থান করবেন সাদপন্থিরা এবং পরবর্তী চার সপ্তাহ জুবায়েরপন্থিরা।
রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, “বর্তমানে সাদপন্থিরা দুই সপ্তাহ অবস্থান করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জুবায়েরপন্থিরা শান্তিপূর্ণভাবে মসজিদ ছেড়ে গেছেন, এরপর সুশৃঙ্খলভাবে সাদপন্থিরা প্রবেশ করেছেন।”