নিজস্ব প্রতিবেদক ঢাকা

পোশাক কারখানা | ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরের মাহমুদ জিনস কারখানার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. রাফি মাহমুদের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় ১০টি ব্যবসায়ী সংগঠন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি ও সব শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্যও দাবি জানিয়েছে সংগঠনগুলো।

শনিবার এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো এ ঘটনার জন্য ‘শ্রমিক নামধারী কিছু দুষ্কৃতকারীকে’ দায়ী করে বলেছে, উদ্যোক্তার ওপর এ আক্রমণ এই শিল্পের উদ্যোক্তাদের হতবাক করেছে এবং এ ঘটনা আগামী দিনে উদ্যোক্তাদের কেবল নিরুৎসাহিতই করবে না; বরং ভবিষ্যতে সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্তের ওপর বিরূপ প্রভাব ফেলবে।

বিবৃতিতে বলা হয়, তারা ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে। একই সঙ্গে দেশের রপ্তানির প্রধান খাত পোশাকশিল্পসহ সব শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।

সংগঠনগুলো বলেছে, পোশাকশিল্পসহ সার্বিক অর্থনীতিকে অস্থিতিশীল করার জন্য একটি মহল অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তাদের দ্রুত চিহ্নিত করা জরুরি। আইনের সঠিক প্রয়োগ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

বাংলাদেশ একটি নতুন যাত্রা শুরু করেছে—এ কথা উল্লেখ করে বলা হয়, দেশ গড়ার এ গুরুত্বপূর্ণ সময়ে পোশাকশিল্প, অন্যান্য শিল্পসহ জাতীয় অর্থনীতির অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সরকারকে শিল্প সংশ্লিষ্ট সব অংশীজনের সুরক্ষা অবশ্যই নিশ্চিত করতে হবে। নতুবা শিল্পের সুরক্ষা নিশ্চিত না করা হলে এ দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ), বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এবং বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডারস অ্যাসোসিয়েশনের (বায়লা) পক্ষ থেকে এ যৌথ বিবৃতি দেওয়া হয়।