প্রতিনিধি রংপুর
![]() |
রংপুর মাদরাসা থেকে ১০ বছরের শিশুর মৃত্যুর ঘটনায় সিআইডি আলামত সংগ্রহ করছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
রংপুর নগরীর একটি মাদরাসা থেকে এক ১০ বছর বয়সী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক শিক্ষকসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
রংপুর মহানগর পুলিশের কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, বৃহস্পতিবার রাতে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, 'প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।'
শুক্রবার তিনি আরও জানান, 'শিক্ষক আব্দুর রহমান ওরফে আবদুল্লাহসহ পাঁচজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং প্রকৃত ঘটনা শিগগিরই জানা যাবে।'
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ক্লাস শুরু হওয়ার আগে শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। এরপর সবাই মিলে খোঁজাখুঁজির পর মাদরাসার এক শিক্ষক তাকে সদ্য নির্মিত ভবনের তৃতীয় তলার একটি কক্ষে অচেতন অবস্থায় দেখতে পান। শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা জানিয়েছেন, 'বৃহস্পতিবার দুপুরে তার সঙ্গে মোবাইলে কথা হয়েছিল এবং সে শুক্রবার সকালে বাড়ি ফেরার কথা বলেছিল। তবে এখন তার সন্তান মর্গে রয়েছে। তিনি হত্যাকারীদের শাস্তির দাবি করেছেন।'
শিশুটির চাচা আনোয়ার হোসেন বলেন, 'মাদরাসা থেকে ফোন করে জানানো হয় যে তার ভাতিজা অসুস্থ। পরে মাদরাসায় গিয়ে শুনে তার ভাতিজা মারা গেছে। তিনি ঘটনাটিকে খুবই মর্মান্তিক বলে উল্লেখ করেন।'