নিজস্ব প্রতিবেদক ঢাকা
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের
দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে
শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছে তারা।
মঙ্গলবার রাতে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আইন, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া জরুরি বলে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ইসকন বাংলাদেশ বিশ্বাস করে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও মানবিকতার প্রসারে সকলে ঐক্যবদ্ধ থাকুক আমরা এ প্রত্যাশা করি।’