প্রতিনিধি চট্টগ্রাম

আইনজীবী সাইফুল ইসলাম | ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আদালত এলাকায় সংঘর্ষের সময় আহত হয়ে সাইফুল ইসলাম আলিফ (৩৫) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে আদালত ভবন সংলগ্ন সড়কে হামলার শিকার হন তিনি।

চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন জানান, 'সাইফুল আদালত থেকে বাসায় ফেরার পথে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, 'সাইফুলের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সংঘর্ষে আহত আরও ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন।'

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ জানান, 'সাইফুলকে লালদিঘী এলাকা থেকে হাসপাতালে আনা হয়েছিল।'

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে মঙ্গলবার কড়া নিরাপত্তায় চট্টগ্রামের মহানগর আদালতে হাজির করা হয়। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সনাতনী সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ শুরু করেন।

চিন্ময়কে প্রিজন ভ্যানে তোলার সময় প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ-বিজিবি-এপিবিএন সদস্যরা বিক্ষোভকারীদের সরাতে সাউন্ড গ্রেনেড ছোড়ে। বেলা ৩টার দিকে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়।

পরে মুসলিম হাই স্কুলের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইনজীবী, কর্মচারী ও স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় মোটরসাইকেল ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষে কয়েকজন আহত হন।

নিহত সাইফুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের বাসিন্দা এবং চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য ছিলেন।