নিজস্ব প্রতিবেদক ঢাকা

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম মহানগরীতে ৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, 'ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একইভাবে চট্টগ্রাম মহানগরীতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি কাজ করছে।'

এর আগে, গতকাল সোমবার যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।