নিজস্ব প্রতিবেদক

প্রথম আলো অফিসের সামনে বিক্ষোভ | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে আজও অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। সোমবার বিকাল সাড়ে চারটা থেকে কয়েকশ’ মানুষ সেখানে অবস্থান নেন। আন্দোলনকারীরা ভারতীয় আগ্রাসনে সহায়তা করার অভিযোগে প্রথম আলো পত্রিকার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তারা প্রথমে শাহবাগে জড়ো হয়ে মিছিল করে কাওরান বাজারে এসে অবস্থান নেন। প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন।

এদিকে, দুপুর থেকেই প্রথম আলো কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রথম আলোর এক সংবাদকর্মী জানান, কার্যালয়ের মূল ফটক বন্ধ রাখা হয়েছে। ভেতরে সংবাদকর্মীরা রয়েছেন এবং তাদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, 'আজও আন্দোলনকারীরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ব্যাপক সদস্য মোতায়েন রয়েছে।'

আন্দোলনকারীরা কি দাবি জানিয়ে অবস্থান নিয়েছে জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, 'আন্দোলনকারীদের দাবিটা আসলে কি সে বিষয়ে আমরা নিজেরাও পরিষ্কার না।'

এর আগে রোববার সকাল থেকে কাওরান বাজারে প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে ‘ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো ও ডেইলি স্টারের জিয়াফত, প্রথম গরু জবেহ’ কর্মসূচি পালন করেন ‘বাংলাদেশ জনগণ’ ব্যানারে কিছু মানুষ। এতে প্রথম আলো কার্যালয়ের সবাই প্রায় অবরুদ্ধ হয়ে পড়েন। পরে আন্দোলনকারীদের চলে যেতে বললে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পাঁচজন আন্দোলনকারীকে আটক করা হয়।