প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে রোববার বিকেলে শিক্ষার্থীদের বিক্ষোভ | ছবি: পদ্মা ট্রিবিউন |
ভুল চিকিৎসায় রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের ঘটনার বিচার চেয়ে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার বেলা একটার পর এ ঘটনা ঘটে।
এদিকে, ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসকসহ হাসপাতালটির কর্মচারীরা বলেন, বেলা ২টার পর একদল শিক্ষার্থী কলেজের ভেতর ঢুকে ভাঙচুর চালিয়েছেন। ভাঙচুর করা হয়েছে কলেজের একটি অ্যাম্বুলেন্সও।
শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন বলেন, সম্প্রতি ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থী ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে এ কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আজ বেলা একটার দিকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান নেন। এতে পুরান ঢাকার ব্যস্ত জনসন রোডের সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে শহীদ সোহ্রাওয়ার্দী কলেজে আজ ব্যাপক ভাঙচুর চালিয়েছেন একদল শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা ২টার পর এ কলেজের ভেতরে ঢুকে শ্রেণিকক্ষসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালানো হয়েছে।
সাইফুল
ইসলাম নামে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থী বলেন, 'তাঁদের কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদার ডেঙ্গুতে
আক্রান্ত হয়ে ওই মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ভুল চিকিৎসায় অভিজিৎ
মারা যায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গত বৃহস্পতিবার তাঁরা
মেডিকেল কলেজটির সামনে বিক্ষোভ করেন।'
সাইফুল ইসলাম দাবি করেন, ওই দিন পুরান ঢাকার কয়েকটি কলেজের শিক্ষার্থীরা তাঁদের ওপর হামলা চালান। এর প্রতিবাদে আজ তাঁরা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় আবার পুরান ঢাকার সরকারি শহীদ সোহ্রাওয়ার্দী কলেজসহ আশপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা তাঁদের ওপর হামলা চালিয়েছেন।
ভাঙচুর করা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যর্থনাকক্ষ | ছবি: পদ্মা ট্রিবিউন |
সরেজমিন দেখা গেছে, দুই পক্ষের শিক্ষার্থীদের মারামারিতে আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ঢোকার প্রবেশপথে বিকেলেও অবস্থান করছিলেন শিক্ষার্থীরা। তাঁরা অভিজিতের মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচার চাইছিলেন।
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন একদল শিক্ষার্থী। এতে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। রোগীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
— রশিদুল হাসান, ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।
শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিকেলেও ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ করেন ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা।
এ বিষয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক রশিদুল হাসান বলেন, অভিজিতের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তাঁদের হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন একদল শিক্ষার্থী। এতে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। রোগীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সরকারি শহীদ সোহ্রাওয়ার্দী কলেজে ভাঙচুর করা একটি গাড়ি | ছবি: পদ্মা ট্রিবিউন |
শহীদ সোহ্রাওয়ার্দী কলেজেও ভাঙচুর
শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে শহীদ সোহ্রাওয়ার্দী কলেজেও আজ ব্যাপক ভাঙচুর চালিয়েছেন একদল শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা ২টার পর এ কলেজের ভেতরে ঢুকে শ্রেণিকক্ষসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালানো হয়েছে।
মো. রিশান নামে শহীদ সোহ্রাওয়ার্দী কলেজের এক শিক্ষার্থী বলেন, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের কোনো শিক্ষার্থীকে তাঁরা মারধর করেননি। অথচ ওই কলেজসহ অন্য কলেজের শিক্ষার্থীরা তাঁদের কলেজে এসে ভাঙচুর চালিয়েছেন।