এএফপি ওয়াশিংটন
ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস | গ্রাফিক:পদ্মা ট্রিবিউন |
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আপাতত পাওয়া ফলাফলে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২০১টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।
অন্যদিকে, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ৯১টি ইলেকটোরাল কলেজ ভোট। এই তথ্য বার্তা সংস্থা এএফপি মার্কিন গণমাধ্যমের বরাতে প্রকাশ করেছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট প্রয়োজন, যা "ম্যাজিক নম্বর" হিসেবে বিবেচিত। সেই হিসাবে ট্রাম্পের আর মাত্র ৬৯টি ইলেকটোরাল ভোট প্রয়োজন।
মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে এবং ইতিমধ্যে অনেক অঙ্গরাজ্যের ফলাফল প্রকাশিত হয়েছে। এই প্রাপ্ত ফলাফলে ট্রাম্প ইলেকটোরাল ভোটের হিসাবে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন।