সিএনএন
কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প | গ্রাফিক:পদ্মা ট্রিবিউন |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে গতকাল মঙ্গলবার ভোট গ্রহণ শেষ হয়েছে। চলছে গণনার কাজ। কিছু কিছু অঙ্গরাজ্যের ফলাফল আসতে শুরু করেছে এরই মধ্যে। প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে আছেন।
সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নির্বাচনে ৫৩৮ ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ট্রাম্প পেয়েছেন ১৯৫টি। কমলা ৯১টি। তবে জয়-পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান সাত অঙ্গরাজ্য। তাই প্রচারের জন্য নির্বাচনের আগে দীর্ঘ সময় ধরে এই অঙ্গরাজ্যগুলো চষে বেড়িয়েছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প।
কে কোন অঙ্গরাজ্যে এগিয়ে
অ্যারিজোনা: ট্রাম্প–৪৯.২%, কমলা–৫০%
জর্জিয়া: ট্রাম্প–৫১.৮%, কমলা–৪৭.২%
মিশিগান: ট্রাম্প–৪৭.৬%, কমলা–৫০.৫%
নেভাদা: ট্রাম্প–০.০%, কমলা–০.০%
নর্থ ক্যারোলাইনা: ট্রাম্প–৫২.৫%, কমলা–৪৬.১%
পেনসিলভানিয়া: ট্রাম্প–৫১%, কমলা–৪৮.১%
উইসকনসিন: ট্রাম্প–৪৯.২%, কমলা–৪৯.১%