পদ্মা ট্রিবিউন ডেস্ক

মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল | ছবি: সংগৃহীত

বাংলাদেশে ভিন্নমতাবলম্বী ও বিরোধীদলসহ সবার মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষা করতে এবং সুরক্ষা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র আহ্বান জানিয়েছে। গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্ন ছিল, নভেম্বরে ঢাকায় আওয়াম লীগ নেতাকর্মীদের রাজনৈতিক সমাবেশে বাধা দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র কীভাবে দেখে? আর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে যুক্তরাষ্ট্রের বার্তা কী? তিনি ও তার সমর্থকরা পূর্বেও বাকস্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের পক্ষে কথা বলেছেন।

উত্তরে বেদান্ত প্যাটেল বলেন, “আমরা সব ধরনের ভিন্নমত এবং বিরোধীদলীয় মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সমর্থন করি। এসব স্বাধীনতা যে কোনো গণতন্ত্রের জন্য অপরিহার্য, তা আমাদের বিশ্বাস।”

তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশসহ আমাদের সব অংশীদারদের এই সমর্থন জানাই। বাংলাদেশের সত্যিকারের গণতান্ত্রিক ভবিষ্যত গড়ে তুলতে এবং জনগণের স্বাধীনতা রক্ষা করতে এসব মৌলিক অধিকার সমুন্নত রাখা জরুরি।”

এছাড়া, এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে, সম্প্রতি বাংলাদেশে ১৮৪ জন সাংবাদিকের প্রেস ক্রেডেনশিয়াল প্রত্যাহারের বিষয়ে মন্তব্য করতে গিয়ে বেদান্ত প্যাটেল বলেন, “এটি যদি সত্যি হয়, তবে তা অত্যন্ত দুঃখজনক।” তিনি আরও বলেন, “সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষা করতে সবসময় আমরা দৃঢ় অবস্থানে আছি। মুক্ত গণমাধ্যম যেকোনো দেশের পরিস্থিতি সঠিকভাবে তুলে ধরতে অপরিহার্য।”

মার্কিন সরকার জানায়, তারা সাংবাদিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা খুবই গুরুত্ব দিয়ে থাকেন।