নুরুল ইসলাম চৌধুরী | ফাইল ছবি

বিজ্ঞপ্তি: আজ বৃহস্পতিবার চট্টগ্রামের অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরীর ২৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৫ সালের ৩ অক্টোবর তিনি চট্টগ্রামের একটি হাসপাতালে মারা যান। 

নুরুল ইসলাম চৌধুরী ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য এবং ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে সংসদ সদস্য হন। তিনি বাংলাদেশের সংবিধান প্রণেতা এবং মুক্তিযুদ্ধের সময় এক নম্বর প্রশাসনিক জোনের চেয়ারম্যান ছিলেন। বঙ্গবন্ধু সরকারের শিল্প ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে তাঁর স্ত্রী মরজিয়া ইসলাম মারা যান। তাঁর সন্তান মইনুল ইসলাম, নাসরিন ইসলাম এবং ইয়াসমিন চৌধুরী সবার কাছে তাঁর জন্য দোয়া চেয়েছেন।