গাজীপুর মহানগরীর জিরানী বাজার এলাকায় শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের জিরানী এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দুটি কারখানার শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে, যার সময় ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে। শ্রমিকরা কালিয়াকৈর-নবীনগর সড়ক অবরোধ করে রাখেন। 

শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকরা তাদের বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করলে পাশের আইরিশ ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের যোগ দিতে বলেন। যোগ না দেওয়ায়, রেডিয়ালের শ্রমিকরা আইরিশ ফ্যাশনে হামলা চালায়, যা পাল্টা হামলার মাধ্যমে উত্তপ্ত পরিস্থিতিতে রূপ নেয়। চন্দ্রা-নবীনগর সড়কে শ্রমিকরা অবরোধ সৃষ্টি করলেও, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে সকাল ১০টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়। 

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, "পরিস্থিতি শান্ত করার জন্য পুলিশ ও সেনাবাহিনী শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। আজ জেলার ৮টি কারখানা বন্ধ রাখা হয়েছে।"