বগুড়ায় জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার দুই আসামি | ছবি: পুলিশের সৌজন্যে |
প্রতিনিধি বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার সাবরুল এলাকায় ৩৫ বছর বয়সী সাগর হোসেন তালুকদার ও তাঁর সহযোগী স্বপন হত্যাকাণ্ডের পেছনে ২০ লাখ টাকার চাঁদাবাজির ঘটনা রয়েছে বলে এক আসামি আদালতে স্বীকার করেছেন।
মঙ্গলবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে আসামি মো. সাগর (২৫) এ তথ্য দেন। বগুড়া আদালতের পরিদর্শক মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার রাতে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গাজীপুরের টঙ্গী এলাকা থেকে জোড়া হত্যাকাণ্ডের এজাহারনামীয় আসামি মো. সাগর ও আবদুল জলিলকে (৩০) গ্রেপ্তার করে।
বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোস্তাফিজ হাসান বলেন, "সাগর তালুকদার সাবরুল বাগিনাপাড়ার এক ব্যক্তির কাছে চিঠি পাঠিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে তাঁর ছেলেকে হত্যার হুমকি দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি সাগরকে হত্যার পরিকল্পনা করেন। ২২ সেপ্টেম্বর সাগর তালুকদার যখন পুকুরে মাছের খাবার দিয়ে বাজারে ফিরছিলেন, তখন তাঁকে ও তাঁর সহযোগী স্বপনকে মোটরসাইকেলের পথরোধ করে কুপিয়ে হত্যা করা হয়।"
‘সাগর বাহিনী’র প্রধান সাগর তালুকদার সাবরুল বাজার এলাকার বাসিন্দা ছিলেন এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ছিল। হত্যাকাণ্ডের পর তাঁর বোন রোকসানা আকতার ২৬ সেপ্টেম্বর শাজাহানপুর থানায় চেয়ারম্যান মো. হযরত আলীসহ ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন।