বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মিরপুর, ঢাকা, ৩ অক্টোবর | ছবি: পদ্মা ট্রিবিউন
বিশেষ প্রতিনিধি: বিএনপি জ্যেষ্ঠ যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয় না।” তিনি দাবি করেন, ফ্যাসিস্টরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। ইতালি, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন স্থানে গণতন্ত্রপ্রিয় মানুষ ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেয়নি। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের বিরুদ্ধে রিজভী এই মন্তব্য করেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে অভ্যুত্থানে নিহত দুজনের পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, “ফ্যাসিস্টদের পুনরুত্থান হলে আন্দোলনকারী যাঁরা চোখ হারিয়েছেন, পঙ্গু হয়েছেন, তাঁদের নির্বিচার হত্যা করবে। গত ১৫ বছরে যাঁরা গণতন্ত্রের পক্ষে সোচ্চার ছিলেন, তাঁদের ও পরিবারের ওপর শেখ হাসিনার প্রাণবিনাশী কর্মসূচি নেমে আসবে।”
তিনি মিরপুরের তাহমিদ ও মাসুদ রানার হত্যার ঘটনাও উল্লেখ করেন। তাহমিদ এম এ পাস করলে চাকরি পেতেন, কিন্তু তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মাসুদ মারা যাওয়ায় পরিবার এখন অসহায়। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, শহীদদের পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদান করা হোক।
শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ এনে রিজভী বলেন, “শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন দস্যু ও মাফিয়া সিন্ডিকেটের প্রধান।”
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন রিজভী। উপস্থিত ছিলেন বিএনপির নেতা মুন্সী বজলুল বাছিত, আতিকুর রহমানসহ অন্যান্য নেতারা।